আফগানিস্তানে ৩ নারী সাংবাদিককে গুলি করে হত্যা

Link Copied!

টি শহরে ৩ নারী সাংবাদিককে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। এ ঘটনায় আরও কমপক্ষে দুজন আহত হয়েছেন। খবর বিবিসির।
স্থানীয় সময় মঙ্গলবার (২ মার্চ) দেশটির নানগারহার প্রদেশের জালালাবাদ শহরে এ ঘটনা ঘটে। নিহত তিন জনই স্থানীয় রেডিও ও টেলিভিশনে কর্মরত ছিলেন।
প্রতিবেদনে বলা হয়েছে, কাজ শেষে বাড়িতে ফেরার পথে আলাদা দুটি জায়গায় তাদের ওপর অতর্কিত হামলা চালায় বন্দুকধারীরা। নিহতদের বয়স ১৮ থেকে ২০ বছর। দুটি পৃথক হামলায় তাদের হত্যা করা হয়। এ নিয়ে গত ৬ মাসে দেশটিতে অন্তত ১৫ সাংবাদিককে হত্যা করা হলো। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কেউ দায় স্বীকার করেনি।
যদিও আফগানিস্তানের পুলিশ জানিয়েছে, হামলার পরপরই এক বন্দুকধারীকে গ্রেফতার করা হয়েছে। ওই ব্যক্তির সঙ্গে তালেবানের সম্পৃক্ততা রয়েছে। তবে তালেবানের পক্ষ থেকে এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করা হয়েছে।