গাজায় ফের ইসরায়েলের বিমান হামলা, ৬১ শিশু ও ৩৬ নারীসহ প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১২

Link Copied!

নিউজ ডেস্ক :
গাজায় ফের ৩০ টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ভোরে এই হামলা চালানো হয়। এতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১২। এর মধ্যে রয়েছে ৬১ শিশু ও ৩৬ নারী। এছাড়া গত এক সপ্তাহের চলমান হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত দেড় হাজার জনে।
সেই সাথে লেবাননেও হামলা করেছে ইসরায়েল। দেশটিতে প্রায় ২২ টি রকেট শেল নিক্ষেপ করেছে তারা।
ইসরায়েলের হামলা থেকে বাঁচতে কয়েকশ ফিলিস্তিনি পরিবার নিজেদের বাড়ি ছেড়ে উত্তর গাজায় জাতিসংঘের পরিচালিত বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে। এদিকে, গাজায় রেড ক্রিসেন্টের অফিসে হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
সোমবার ইসরাইলি প্রধানমমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোনালাপের পর হোয়াইট হাউস এ সংক্রান্ত বিবৃতি প্রকাশ করে।