ফিলিস্তিনির হয়ে ইসরায়েলে রকেট ছুড়ল লেবানন - MB TV

ফিলিস্তিনির হয়ে ইসরায়েলে রকেট ছুড়ল লেবানন

ডেস্ক নিউজ
আপডেটঃ মে ১৪, ২০২১ | ৯:৪৫ 53 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ মে ১৪, ২০২১ | ৯:৪৫ 53 ভিউ
Link Copied!

 

ফিলিস্তিনের গাজায় বোমা বর্ষণের প্রতিবাদে এবার ইসরাইলে রকেট হামলা চালাল লেবানন। এর আগে হামাস ইসরায়েলে সহস্রাধিক রকেট হামলা চালিয়েছিল।

 

বিজ্ঞাপন

এপির খবরে বলা হয়েছে, দক্ষিণ লেবানন থেকে ইসরাইলের দিকে কমপক্ষে তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

 

ইসরাইলের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, লেবানন থেকে তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছিল, যা গালীল উপকূলে ভূমধ্যসাগরে পতিত হয়। তাদের ধারণা, লেবানন ভূখণ্ড থেকে তাদের শত্রু হিজবুল্লাহ এ হামলা চালিয়েছে।

বিজ্ঞাপন

 

হামলা মোকাবেলায় গত তিনদিনে জরুরিভিত্তিতে নয় হাজার বাড়তি সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে।

 

গত সোমবার থেকেই উত্তপ্ত ইসরাইল-ফিলিস্তিন। গাজায় ইসরাইলের অব্যাহত বিমান হামলায় এখন পর্যন্ত ১০৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অপরদিকে হামাসের পাল্টা রকেট হামলায় এখন পর্যন্ত সাতজন ইসরায়েলি নিহত হয়েছেন।

 

 

 

বিষয়ঃ