সারাদেশে উদযাপন করা হচ্ছে মহান স্বাধীনতা দিবস - MB TV

সারাদেশে উদযাপন করা হচ্ছে মহান স্বাধীনতা দিবস

ডেস্ক নিউজ
আপডেটঃ মার্চ ২৬, ২০২১ | ২:৩৯ 61 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ মার্চ ২৬, ২০২১ | ২:৩৯ 61 ভিউ
Link Copied!

নিউজ ডেস্ক : 

রাজধানীর মতো সারাদেশেও নানা আয়োজনে উদযাপন করা হচ্ছে মহান স্বাধীনতা দিবস। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী যুক্ত হওয়ায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

 

বিজ্ঞাপন

শোষণ-বঞ্চনার পথ পেরিয়ে ৫০ বছর আগে স্বাধীনতার ডাক আসে এই দিনে। তাৎপর্যময় সেই দিনটিকে ঘিরে তাই নানা আয়োজন।

 

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৫০ বার তোপধ্বনির মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয় মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি। ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীসহ সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

বিজ্ঞাপন

 

জাতীয় পতাকা উত্তোলন এবং সশস্ত্র সালামের মধ্য দিয়ে রংপুরে শুরু হয় স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর কর্মসূচি। নগরীর মর্ডান মোড়ে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আপামর জনতা।

 

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাদ্যযন্ত্রের তালে তালে চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে কুচকাওয়াজে অংশ নেয় পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও বিএনসিসি দল।

 

বিষয়ঃ