ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খালাস পেলেন যুবদল নেতা গোলাম ফারুক মজনু - MB TV

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খালাস পেলেন যুবদল নেতা গোলাম ফারুক মজনু

ডেস্ক নিউজ
আপডেটঃ সেপ্টেম্বর ২৫, ২০২৪ | ১০:১৭ 22 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ সেপ্টেম্বর ২৫, ২০২৪ | ১০:১৭ 22 ভিউ
Link Copied!

বিশেষ প্রতিনিধি: আওয়ামী লীগ সরকারের মিথ্যা সাজানো ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দীর্ঘ ছয় বছর পর খালাস পেলেন সম্মিলিত সাংবাদিক পরিষদ-এসএসপি’র প্রতিষ্ঠাতা সিনিয়র যুগ্ম সম্পাদক ও যুবদল নেতা গোলাম ফারুক মজনু ও তার ছোট ভাই মিরাজ হোসেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০১৮ সালের ২ ডিসেম্বর একদল সাদা পোশাকধারী এসএসপি’র কেন্দ্রীয় কার্যালয় থেকে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যান। দীর্ঘ ১২ দিন আয়না ঘরের মতো জায়গায় রেখে অমানবিক নির্যাতন করে।পরে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৭ এর ২৫(২)/ ২৮(২)/ ২৯(২)/ ৩১(২) ধারায় কলাবাগান থানায় মামলা দিয়ে রিমেন্ডের মাধ্যমে বারবার নির্যাতনের পরে জেলহাজতে প্রেরণ করে। ৭ মাস ১৬ দিন কারা বরণের পরে জমিনে মুক্তি পেয়েছিল এই মামলায়।

এ ব্যাপারে যুবদল নেতা গোলাম ফারুক মজনুর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান আলহামদুলিল্লাহ সত্যের জয় হয়েছে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার হাজার হাজার মানুষকে মিথ্যা মামলা দিয়ে শারীরিক মানসিক নির্যাতন করেছে। অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে। মহান আল্লাহ তা’আলা রাব্বুল আলামিন তার বিচার করবেন। তিনি আরো বলেন বাংলাদেশ পুলিশকে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার নিজেদের সহযোগী সংগঠন হিসেবে ব্যবহার করেছে। একই কাজ যাতে আর কোন সরকার না করতে পারে সে ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ