জাতীয় স্মৃতিসৌধে ভারতীয় মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন


নিউজ ডেস্ক :
মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ভারতীয় মুক্তিযোদ্ধার একটি দল।
শুক্রবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১২টায় মেজর জেনারেল নারায়ন শংকর নরের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেজর জেনারের নারায়ন শংকর নর গণমাধ্যমকে জানান, ১৯৭১ সালে বাংলাদেশের জন্য আমরা লড়াই করেছিলাম। বাংলাদেশ স্বাধীনতা অর্জনের ৫০বছর অতিক্রম করেছে। বাংলাদেশের বর্তমান অবস্থার জন্য আমরা আসলেই গর্বিত।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ সর্বদাই অতিথিপরায়ণ। তাদের আতিথেয়তায় আমরা মুগ্ধ।
বাংলাদেশ ও ভারত একটি আত্মিক বন্ধনে আবদ্ধ উল্লেখ করে নারায়ন শংকর আরও বলেন, দুটি দেশের মধ্যে যে সম্পর্ক চলে আসছে তা আজীবন অব্যাহত থাকবে বলে আমরা আশা করি। পাশাপাশি বাংলাদেশের উন্নয়নে বন্ধু হিসেবে ভারত সবসময় তার পাশে থাকবে।