টিকা নেয়ার দু’দিন পর করোনা পজিটিভ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের  - MB TV

টিকা নেয়ার দু’দিন পর করোনা পজিটিভ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের 

ডেস্ক নিউজ
আপডেটঃ মার্চ ২১, ২০২১ | ১১:৪৩ 110 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ মার্চ ২১, ২০২১ | ১১:৪৩ 110 ভিউ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : 

টিকা গ্রহণের মাত্র দুদিন পরই করোনাভাইরাস পজিটিভ হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান এক টুইটে নিশ্চিত করেছেন এই তথ্য।

দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। তিনি বর্তমানে বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, গত বৃহস্পতিবার ইমরান খান চীনের তৈরি টিকা গ্রহণ করেছিলেন। তার দু’দিন পরই করোনা পজিটিভ হওয়ার সংবাদ প্রকাশ হলো।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, টিকা গ্রহণের স্বল্প সময়ের মধ্যে জনসাধারণের সঙ্গে মেলামেশা করলে করোনা আক্রান্ত হওয়াটা স্বাভাবিক। কারণ টিকা নেওয়ার দুই থেকে তিন সপ্তাহ পর দেহে অ্যান্টিবডি তৈরি হয়।

বিজ্ঞাপন

রয়টার্স বলছে, টিকা গ্রহণের পরপরই প্রধানমন্ত্রী জনসমাগমে গেছেন, সাধারণ লোকদের সঙ্গে মিশেছেন এবং নানা সভায় উপস্থিত হয়েছেন। এসময় তিনি মাস্ক খুলেই সম্মেলনে বক্তব্য রেখেছেন।

পাকিস্তানে করোনা সংক্রমণ ফের বৃদ্ধি হয়েছে। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬ লাখ ১৫ হাজারের বেশি এবং মৃত্যু হয়েছে ১৩ হাজার ৭০০ জন।

বিষয়ঃ