ঝুঁকি নিয়ে বিকল্প যানবাহনে শহর ছাড়ছেন ঘরমুখী মানুষ - MB TV

ঝুঁকি নিয়ে বিকল্প যানবাহনে শহর ছাড়ছেন ঘরমুখী মানুষ

ডেস্ক নিউজ
আপডেটঃ মে ১২, ২০২১ | ১১:৪৪ 97 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ মে ১২, ২০২১ | ১১:৪৪ 97 ভিউ
Link Copied!

নিউজ ডেস্ক :

করোনা সতর্কতায় দূরপাল্লার বাস বন্ধ থাকলেও ঈদে বিকল্প যানবাহনে জীবনের ঝুঁকি নিয়ে ছুটছেন ঘরমুখী মানুষ। এতে যাত্রী চাপ বেড়েছে বিভিন্ন সড়ক-মহাসড়কে।

 

বিজ্ঞাপন

বুধবার সকাল থেকেই নিষেধাজ্ঞা অমান্য করে গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে বিভিন্ন রুটে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস।

 

দীর্ঘদিন লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় ক্ষতি পুষিয়ে নিতে বাধ্য হয়ে গাড়ি চালাচ্ছেন বলে দাবি পরিবহণের মালিকদের। ভোর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বেড়েছে মানুষের ভিড়। গাড়ির চাপ বাড়ায় টঙ্গী থেকে চান্দনা-চৌরাস্তা পর্যন্ত থেমে থেমে যানজটের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

 

মহাসড়কগুলোতে গাড়ির জন্য অপেক্ষা করছে হাজারো মানুষ। একই চিত্র ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও। বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইলের নগরজালফৈ বাইপাস পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার যানজট। যাত্রীদের গুনতে হচ্ছে কয়েকগুণ বাড়তি ভাড়া। ব্যক্তিগত গাড়ি আর পন্যবাহী গাড়ি বেড়ে যাওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যানজটের সৃষ্টি হয়েছে।.

 

বিষয়ঃ