কোন আয়োজন নেই চিত্রনায়ক সাইফের জন্ম দিনে! - MB TV

কোন আয়োজন নেই চিত্রনায়ক সাইফের জন্ম দিনে!

ডেস্ক নিউজ
আপডেটঃ মার্চ ১, ২০২২ | ১২:৩২ 329 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ মার্চ ১, ২০২২ | ১২:৩২ 329 ভিউ
Link Copied!

 

আহমেদ সাব্বির রোমিও:

আজ ঢাকাই সিনেমার এই প্রজন্মের চিত্রনায়ক সাইফ খানের জন্ম দিন। তবে এবার থাকছে না কোন জন্ম দিন উৎসবের আয়োজন। এমনকি কোন কেকও কাটবেন না তিনি। কার উপর অভিমান? তবে কি গার্ল ফ্রেড এর সাথে মন কষাকষি? এমন প্রশ্ন করলে অনেকটা ডি

বিজ্ঞাপন

প্লোম্যাটিক ভাবেই বিষয়টা এরিয়ে হেসে হালের বড় পর্দার অভিনেতা বলেন, ” ভাই আপনারা পারেনও বটে! বন্ধু তো বন্ধুই তা ছেলেই হোক আর মেয়েই হোক। কিন্তুু আপনি যেটা মিন করছেন আমার তেমন কেউ নেই। কাজের প্রয়োজনে অনেকের সাথেই যোগাযোগ হয়,বন্ধুত্ব হয়। এটুকুই। টালিউডের নায়িকা রিতুপর্না ম্যাডামের সাথেও আমার ভালো বন্ধুত্ব।

এর আগে আমার জন্ম দিনে উইস করছে রিতু ম্যাডাম । চিত্রনায়িকা কেয়া, বিপাশা কবিরও আমার খুব ভালো বন্ধু। তারা কিন্তুু মেয়ে এবং আমার বন্ধু। এখন মেয়ে বন্ধুকে যদি ইংরাজি করেন তাহলে কি দাড়ায়? গার্ল ফ্রেড! ।

বিজ্ঞাপন

আসলে সে সব কিছুই নয়। আমি জন্ম দিন সে ভাবে ঘটা করে কখনোই পালন করি না। বরাবরই ঘরোয়া পরিবেশে বা বন্ধু – বান্ধব নিয়ে ছোট পরিবেশে কেক কাটি- আড্ডা দেই। আপনারা জানেন, আমি নিয়মিত একজন ব্লাডডোনার। ৬/৭ মাস অন্তর ব্লাডডোনেট করতে চেষ্টা করি।এটা আমার একটা মনের তৃপ্তি।

আমার দেওয়া রক্তে যদি একজন মানুষের উপকার হয় এর থেকে জীবনে বড় আনন্দের আর কি হতে পারে? চেষ্টা করি নিজের জন্ম দিনে ব্লাড ডোনেট করতে কিন্তুু ৬/৭ সময়ের ব্যাবধানে অনেক সময় নির্ধারিত জন্ম দিনে বেশীরভাগ সময়ই রক্ত দেওয়া সম্ভব হয়ে ওঠে না। ”
আর আজকে ঘরোয়া কোন আয়োজন না করার মূল কারণ টানা অনেকটা দিন অাউটডোর সকাল থেকে অনেক রাত স্যুটিং করতে হয়েছে। আমি বেশ ক্লান্ত। আজ জুম্মার নামাজ পড়ে এসে টানা ঘুমাবো। আর ক্লান্ত শরীরের ঘুম মানেতো বুঝতেই পারছেন! । সবাইকে অনুরোধ, আমার জন্য দোওয়া করবেন। করোনার এই মহামারী থেকে মহান রাব্বুল আল আমীন আমাদের সবাইকে সুস্থ রাখুন। হেফাজতে রাখুন। আজ আমার জন্ম দিনে একটাই প্রত্যাশা, আমি যেমন আমার পাশের একজন অসহায় মানুষের দাঁড়াতে চেষ্টা করবো, ঠিক একই আপনি বা একজন পাঠকও যদি এই লেখাটি পড়েন তিনিও যেন একজন অসহায় মানুষের পাশে দাড়ান। একজন অসহায় মানুষের পাশে সহযোগীতার জন্য লাখ টাকার মালিক বা কোটিপতি হওয়ার প্রয়োজন হয় না । প্রয়োজন শুধু সুন্দর মন – মানুষিকতার। সুন্দর দৃষ্টি ভঙ্গির। দৃষ্টি ভঙ্গি পাল্টান,পাল্টে যাবে সমাজ। পাল্টে যাবে দেশ।

 

বিষয়ঃ