মডেল ও চলচ্চিত্র অভিনেতা রাজ সাগরের শুভ জন্মদিন ২৭ সেপ্টেম্বর - MB TV

মডেল ও চলচ্চিত্র অভিনেতা রাজ সাগরের শুভ জন্মদিন ২৭ সেপ্টেম্বর

ডেস্ক নিউজ
আপডেটঃ সেপ্টেম্বর ২৬, ২০২৪ | ৭:৪৪ 30 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ সেপ্টেম্বর ২৬, ২০২৪ | ৭:৪৪ 30 ভিউ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

২৭ সেপ্টেম্বর, চট্টগ্রামের কৃতিসন্তান  চলচ্চিত্র অভিনেতা,মডেল ও কোরিওগ্রাফার  রাজ সাগরের  শুভ জন্ম দিন।

বিজ্ঞাপন

মডেল ও অভিনেতা রাজ সাগর চট্টগ্রাম  দক্ষিণ হালিশহর এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহন করেন । পিতা এলেম উদ্দিন ছিল সত্তর দশক, আশির দশকের জনপ্রিয় মন্ঞ্চ অভিনেতা। মুলত পিতার  আর্দশেই তার অভিনয় জগতে পদচারণা।

২০০৪ সাল থেকে চট্টগ্রাম টেলিভিশনে  র‍‍্যাম্প  মডেল হিসেবে কাজ শুরু মাধ্যমে মিডিয়া জগতে পা রাখেন,এর পর এটিএন বাংলায়  জি এম সৈকতের পরিচালনায় নাটক  ডিবি, বৈশাখি টিভিতে হাসান জাহাঙ্গীর এর চাপাবাজ,  চ্যানেল আইতে বিপাত নাথ এর সাত ভাই চম্পা, টেলিফিল্ম ফিরে ফিরে একাত্তর  ইত্যাদিতে অভিনয় করে ব্যাপক সুনাম অর্জন করেন।

এছাড়াও তিনি শাহরিয়ার নাজিম জয় পরিচালিত  আমার মা,  জুযেল রহমানের ইশাখাঁ, উত্তম আকাশের ধুশর কুয়াশা,  চিটাগাং পোলা,  নোয়াখাইল্লা মাইয়া, ছটকু আহমেদ এর আহারে জীবন, একে সোহেল এর পবিত্র  ভালোবাসা সহ প্রায় ১০ টি বাংলা  সিনেমায়  অভিনয় করেন।

বিজ্ঞাপন

পাশাপাশি  মিউজিক ভিডিও,  বিল বোর্ড মডেল, বেতার, শিল্পকলা একাডেমি, চটগ্রাম ক্লাব, চট্টগ্রাম বোট ক্লাবসহ বিভিন্ন মঞ্চ ও সাংস্কৃতিক অঙ্গনে সরব পদচারণা রয়েছে  তার।

চট্টগ্রাম সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ রাজ সাগরের শুভ জন্ম দিন ,তার জন্মদিনে শুভেচ্ছা ও শুভকামনা রইল।

বিষয়ঃ