শেষ হলো ‘অমানুষ’ সিনেমার শুটিং - MB TV

শেষ হলো ‘অমানুষ’ সিনেমার শুটিং

ডেস্ক নিউজ
আপডেটঃ আগস্ট ১৯, ২০২১ | ৭:১১ 225 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ আগস্ট ১৯, ২০২১ | ৭:১১ 225 ভিউ
Link Copied!

তানিয়া ফারুক:

অবশেষে শেষ হলো নিরব-মিথিলা অভিনীত অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমার শুটিং। থ্রিলার ধাঁচের গল্প নিয়ে সাজানো এ ছবিটির শুটিং মে মাসে বন্দরবানে শুরু হয়। এরপর রাঙামাটি, সিলেট, নারায়ণগঞ্জ, ভালুকাসহ দেশের বিভিন্ন স্থানে শুটিংয়ের পর বুধবার (১৮ আগস্ট) ঢাকায় শেষ হলো এই ছবির শুটিং। শেষ দিনের শুটিংয়ে নিরবের সঙ্গে ছিলেন নওশাবা। শিগগিরই ডাবিং শেষ করে মুক্তির তারিখ চূড়ান্ত করে হবে বলেও জানান পরিচালক মামুন।

নির্মাতা অনন্য মামুন বলেন,শেষ দিনের শুটিংয়ের জন্য একটি সীমান্তবর্তী এলাকায় গিয়েছিলাম। সেখানে গহীন জঙ্গলের ভেতর ধারণ করা হয়েছে দৃশ্য। এমন পরিবেশে শুটিং করার অভিজ্ঞতা একেবারে অন্যরকম। লোকালয় থেকে অনেকটা দূরে। তাছাড়া আমার ওসমান ডাকাত চরিত্রটিও ব্যতিক্রম। এই চরিত্র নিজের ভেতর ধারণ করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। দর্শকরা পর্দায় সেটা বুঝতে পারবেন।

বিজ্ঞাপন

সিনেমাটিতে নিরব-মিথিলা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দাপুটে অভিনেতা মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম। এ ছাড়াও রয়েছেন কাজী নওশাবা আহম্মেদ, রাশেদ মামুন অপু প্রমুখ।

বিষয়ঃ