চট্টগ্রামের পটিয়ায় ভাতিজার ছুরিকাঘাতে প্রাণ হারালেন চাচা


পটিয়া সংবাদ দাতা :
চট্টগ্রামের পটিয়ায় ভাতিজা সৌরভের ছুরিকাঘাতে চাচা আবুল কালাম (৫০) নিহত হয়েছেন। বুধবার (১০ মার্চ) সকাল সাড়ে ৮টায় উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। নিহত আবুল কালাম ওই এলাকার আহমদ জালালের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে নিজ বাড়ির সামনে আবর্জনা সরানো নিয়ে ভাতিজা সৌরভের সাথে চাচা আবুল কালামের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সৌরভ তার চাচা আবুল কালাম ও চাচী ফাতেমা বেগমকে (২৭) ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় আবুল কালামকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এছাড়া ফাতেমা বেগমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার এসআই মোক্তার হোসেন ভূঁইয়া পূর্বকোণকে বলেন, ‘ভাতিজার ছুরির আঘাতে চাচা নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি। ভাতিজা সৌরভসহ তার পরিবারের লোকজন পালিয়ে গেছেন।’