সুনামগঞ্জের জামালগঞ্জের সাচনাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতিকে লাঞ্ছিত করার ঘটনায় প্রতিবাদ সভা


সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের সাচনা বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীনের লাঞ্ছিত করায় প্রতিবাদ সমাবেশে করেছে ওয়ার্ড আওয়াামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার বিকেলে রাধানগর গ্রাম সংলগ্ন মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল্লাহ’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আপিল মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক সেনা সদস্য আব্দুর রকিব, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজির আলী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি আলমগীর,কারী আব্দুল কায়ুম, শরিফ উল্লাহ, আব্দুল কদ্দুছ, ওসমান গনি, সোহেল মিয়া, আবু বক্কর, সফর আলী, বদিউজ্জামান প্রমুখ। বক্তরা বলেন, রাধানগর গ্রামে একইদিনে ওয়াজ ও গানের অনুষ্ঠান সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে পাশ্ববর্তী শুকদেবপুর বাজারে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতিকে লাঞ্চিত করার ঘটনার সাথে জড়িতদের দৃষ্ঠান্তমুলক শাস্তির দাবী জানান।