খাগড়াছড়িতে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন


অনেক রক্তের বিনিময়ে অর্জন হয়েছে বাংলাদেশ
বিপ্লব তালুকদার,খাগড়াছড়ি ::
খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক ৭ই মার্চ। দিবসটি উপলক্ষে রবিবার সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোনের মধ্য দিয়ে শুরু হয় ৭ই মার্চ উদযাপনের আনুষ্ঠানিকতা।
পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে স্থাপিত বঙ্গন্ধুর চেতনা মঞ্চে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। সেখানে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা ও স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করে সংক্ষিপ্ত সমাবেশ করে।
খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা। তিনি বলেন, ঐতিহাসিক ৭ই মার্চের স্মৃতিচারণ করে বাংলাদেশ অর্জনের ইতিহাস তুলে ধরেন। সে সাথে অনেক রক্তের বিনিময়ে বাংলাদেশ অর্জন হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
এ সময় উপস্থিত পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত আসনের এমপি বাসন্তি চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রæ চৌধুরী অপু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়–য়া,সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো: শানে আলম,সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল, জেলা আওয়ামীলীগের নেতা ও জেলা পরিষদ সদস্য এ্যাড. আশুতোষ চাকমা,নিলোৎপল খীসা, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সঞ্জিব ত্রিপুরা, সাধারণ সম্পাদক বিশ^জিৎ রায় দাস,জেলা যুবলীগ সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন,জেলা ছাত্রলীগ আহবায়ক উবিক মোহন ত্রিপুরা,মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের খাগড়াছড়ি জেলা সভাপতি মো: হাসান,বঙ্গবন্ধু সৈকি লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়।