মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তিতে মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত 'অলাতচক্র' - MB TV

মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তিতে মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত ‘অলাতচক্র’

ডেস্ক নিউজ
আপডেটঃ মার্চ ৩, ২০২১ | ১১:৩০ 113 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ মার্চ ৩, ২০২১ | ১১:৩০ 113 ভিউ
Link Copied!

তানিয়া ফারুক :

 

মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তির মহেন্দ্রক্ষণে, ১৯ মার্চ মুক্তি পেতে চলেছে জয়া আহসান অভিনীত ‘অলাতচক্র’। বাংলাদেশের অগ্রণী লেখক আহমদ ছফার লেখা ‘আলাতচক্র’ একাত্তরের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটকে কেন্দ্র করে। এটি তাঁর লেখা শ্রেষ্ঠ উপন্যাসগুলির মধ্যে অন্যতম। ১৯৮৫ সালে সাপ্তাহিক নিপুণ পত্রিকার ঈদ সংখ্যায় এটি প্রথম প্রকাশিত হয়। পরবর্তীতে মুক্তধারা থেকে গ্রন্থাকারে প্রকাশিত হয় এই উপন্যাস।

বিজ্ঞাপন

 

‘অলাতচক্র’ দুই বাংলার প্রথম থ্রিডি সিনেমা। মুখ্য চরিত্রে জয়া ছাড়াও রয়েছেন আহমেদ রুবেল, মামুনুর রুবেল, গাজী মাহতাব হাসানরা। ‘অলাতচক্র’-এ অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে পরিচালক আকরাম খানকে। থ্রিডি-তে বানানোর জন্য মুম্বইয়ের ‘স্কাই ওয়ার্ক স্টুডিও’ সহায়তা করছে তাঁদের।

 

বিজ্ঞাপন

গতকাল সিনেমার প্রথম পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন জয়া আহসান। এপার বাংলায় থেকেও যাঁদের ওপার বাংলার প্রতি টান রয়েছে, স্বাভাবিকভাবেই সিনেমার মুক্তির তারিখ জানতে পেরেই খুশির রেশ ছড়িয়েছে তাঁদের মধ্যে।

তথ্যসূত্র : আজকাল।

বিষয়ঃ