কালো গাউনে মোহময়ী জাহ্নবী ঝড় তুলল নেট দুনিয়ায়


তানিয়া ফারুক :
শ্রীদেবী-কন্যা জাহ্নবীর পরবর্তী সিনেমা ‘রুহি’। তাঁর বিপরীতে রয়েছেন অভিনেতা রাজকুমার রাও। সিনেমার প্রমোশনের জন্যই নিত্যনতুন চোখ ধাঁধানো ফ্যাশনে ধরা দিচ্ছেন নায়িকা। কখনও ব্যাকলেস টপ, কখনও নিয়ন গাউন।
তবে গতকালের কালো গাউনের সাজ একপ্রকার ঝড় তুলেছে ইনস্টাগ্রামে। ক্লাসিক ব্ল্যাক গাউন। স্প্যাগেটি স্ট্র্যাপ। খোলা চুল। স্মোকি আই মেকআপ। পোশাকটাকে আলাদা করে ফোটানোর জন্যই গয়নার মধ্যে শুধু হাতে পরেছেন প্রচুর আংটি। মোহময়ী জাহ্নবীর লুক থেকে চোখ ফেরাতে পারছেন না কেউ। আগুন আর লাভ রিঅ্যাক্টে ভরিয়ে দিচ্ছেন সকলে। সিনেজগতে পা রাখার আগে থেকেই জাহ্নবীর ফ্যাশন আলাদা করে নজর কাড়ে সকলের। প্রমোশন হোক বা ছোটখাটো ঘরোয়া পার্টি, জাহ্নবী সাজে কোনও খামতি রাখেন না।
প্রসঙ্গত ‘রুহি’ ছাড়াও ‘দোস্তানা ২’ এবং ‘গুড লাক জেরি’র জন্যে প্রস্তুতি নিচ্ছেন জাহ্নবী।