নাটোরে সুদি ব্যবসায়ীদের অত্যাচার নির্যাতনের প্রতিকার চেয়ে মানববন্ধন - MB TV

নাটোরে সুদি ব্যবসায়ীদের অত্যাচার নির্যাতনের প্রতিকার চেয়ে মানববন্ধন

ডেস্ক নিউজ
আপডেটঃ ফেব্রুয়ারি ২৮, ২০২১ | ৬:৫৯ 63 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ ফেব্রুয়ারি ২৮, ২০২১ | ৬:৫৯ 63 ভিউ
Link Copied!

 

ইউসুফ হোসাইন,নাটোর প্রতিনিধিঃ

সুদি ব্যবসায়ীদের অত্যাচার নির্যাতনের প্রতিকার চেয়ে নাটোরে মানববন্ধন করেছে নির্যাতিতরা।

বিজ্ঞাপন

রোববার সকালে প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে ভুক্তভোগীরা অভিযোগ করেন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের ছোট ছেলে সোহেল সরকারের নেতৃত্বে গড়ে ওঠা সুদি বাহিনীর নির্যাতনে নাটোর সদর উপজেলার রুয়েরভাগ, চন্দ্রকোলা ও বালিয়াডাঙ্গা এলাকার সাধারণ মানুষ অসহায় জীবন যাপন করছে। ১০ হাজার টাকা সুদ নিয়ে জোর করে আদায় করা হচ্ছে লাখ টাকা।

 

দিতে না পারলে চালানো হচ্ছে নির্যাতন। মামলা করেও কোন প্রতিকার পাওয়া যায়নি বলে জানান অভিযোগকারীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য ওমর আলী মন্ডল, আকছেদ আলী, মেরিনা খাতুন সহ নির্যাতিতরা। এ ব্যাপারে আহাদ আলী সরকার ও সোহেল সরকারের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তাদের মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

 

বিষয়ঃ