সিরাজগঞ্জে বজ্রপাতে নারীর মৃত্যু

Link Copied!

শেখ মাহবুব সিরাজগঞ্জ প্রতিনিধঃ
সিরাজগঞ্জের তাড়াশে কালবৈশাখী ঝড়ে হালিমা খাতুন (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের নাড়া তেঘুরি গ্রামে এ ঘটনা ঘটে নিহত ঐ নারী ওই গ্রামের তোফাজ্জল হোসেনের স্ত্রী হালিমা খাতুন দেশীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার এতথ্য নিশ্চিত করে জানান, বিকেলে ওই নারী গরু আনার জন্য মাঠে যায়। এ সময় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়।
এতে বজ্রপাতে সে গুরুতর আহত হয় হালিমা খাতুন। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে আনার পথে সে মারা যায়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে পড়েছে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাবিবুর রহমান জানান, বজ্রপাতে নারীর মৃত্যুর বিষয়টি জানতে পারেছি।