মঠবাড়ীয়ায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

Link Copied!

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়া করোনা ভাইরাসের ফলে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন অসহায় এবং দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নগদ অর্থ বিতরণ করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার সোমবার উপজেলার তুষখালী, দাউদখালী ও মঠবাড়িয়া সদর ইউনিয়নের ৩৬১৭ জন দুস্থ পরিবারের মাঝে দুই ক্যাটাগরিতে এ অর্থ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মো. শাহ জাহান হাওলাদার, মো. ফজলুল হক রাহাত, এবিএম ফারুক হাসানসহ সংশ্লিষ্ট পরিষদের ইউপি সদস্য ও গ্রাম পুলিশ।