নওগাঁর নিয়ামতপুরে ভ্রাম্যমান আদালতে ভুয়া চিকিৎসককে  জেল জরিমানা - MB TV

নওগাঁর নিয়ামতপুরে ভ্রাম্যমান আদালতে ভুয়া চিকিৎসককে  জেল জরিমানা

ডেস্ক নিউজ
আপডেটঃ মে ১০, ২০২১ | ৯:৪৩ 81 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ মে ১০, ২০২১ | ৯:৪৩ 81 ভিউ
Link Copied!
 মোঃ ইমরান ইসলাম,নিয়ামতপুর(নওগাঁ) : 
নওগাঁর নিয়ামতপুরে খালিদ বিন মাহবুবুর রহমান নামে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে সহকারী কমিশনার (ভূমি) নিলুফা সরকারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত।
রোববার (৯ মে) বেলা ১২টায় উপজেলার হাজিনগর ইউনিয়নের কুশমইল বেলীর মোড়ে নিজস্ব চেম্বার থেকে তাকে আটক করা হয়। আটককৃত খালিদ বিন মাহবুবুর রহমান নিলফামারী জেলার সৈয়দপুর উপজেলার হাতিবান্ধা গ্রামের মিজানুর রহমানের ছেলে। নিয়ামতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিলুফা সরকার এই তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, খালিদ বিন মাহবুবুর রহমান নিজেকে ডাক্তার দাবি করলে ভ্রাম্যমান আদালতের টিম সদস্য নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ প্রণব কুমার সাহা চ্যালেঞ্জ করে বিভিন্ন প্রশ্ন করলে তিনি বিভিন্ন রকমের অসংগতিপূর্ণ উত্তর দেন।পরে তার ডাক্তারি ডিগ্রির কাগজপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেন নি। সহকারী কমিশনার (ভূমি) নিলুফা সরকার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাৎক্ষনিক ভুয়া ডাক্তার খালিদ বিন মাহবুবুর রহমানকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুমাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।এ
বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নিলুফা সরকার বলেন, উপজেলার প্রত্যন্ত অঞ্চলে খালিদ বিন মাহবুবুর রহমান এমবিবিএস, পিজিটি, (আপার), এমডি মেডিসিন) ঢাকা, চিকিৎসক মেডিসিন ও ডায়াবেটিকস সহ বিভিন্ন টাইটেল লিখে সাইনবোর্ড ঝুলিয়ে ভুয়া ডাক্তার সেজে সাধারণ মানুষকে প্রতারণা করে যাচ্ছিলেন। তিনি ঔষুধ কোম্পানীর মেডিক্যাল রিপ্রেজেন্টিটিভ হিসাবে কাজ করতে করতে নিজেকে ডাক্তার হিসাবে প্রচার করেন এবং ভুয়া চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। আমরা জানতে পেরে তাকে আটক করি এবং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করি।
এসব কাজে আমাকে সার্বিক সহযোগিতা করেন ডাঃ প্রণব কুমার সাহা।ভ্রাম্যমান আদালত অভিযানে সহকারী কমিশনার (ভূমি) নিলুফা সরকারের সাথে আরো ছিলেন নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ প্রণব কুমার সাহা, উপজেলা ভূমি অফিসের পেশকার নুরে আলম।

বিষয়ঃ