মৌলভীবাজার সদর উপজেলার আকবরপুর উত্তরপাড়া জামে মসজিদের রাস্তার বেহালদশা

Link Copied!

মৌলভীবাজার সংবাদদাতা :
মৌলভীবাজার সদর উপজেলার ১২ নং গিয়াসনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আকবরপুর, মৌলভীবাজার সদর উপজেলার মধ্যে একটা অবহেলিত গ্রামের নাম।
এই গ্রামের উওর পাড়া জামে মসজিদের রাস্তাটার বেহাল অবস্থা। বর্ষা মৌসুমে সকুল পড়ুয়া ছেলে মেয়েদের আসা যাওয়া,অনেক কষ্টকর হয়ে পড়ে, ও মসজিদে মুসল্লিরা আসা যাওয়া খুবই কষ্টকর।
বর্ষা মৌসুমে কেউ অসুস্থ হলে।বাড়ি থেকে কাঁদে করে ৩/৪০০ ফুট জায়গা নিয়ে গাড়িতে উটাতে হয়।
বর্তমান ইটসলিং হতে আকবরপুর উওরপাড়া জামে মসজিদ পযর্ন্ত ৪/৫০০ ফুট জায়গা ইটসলিং হলে এই গ্রামের মুসল্লিগন ও সকুল পড়ুয়া ছেলেমেয়েরা,অসুস্থ রোগীরা কাঁদা থেকে মুক্তি পাবে। এমতাবস্থায় এই রাস্তাটি দেখার মতো কেউ নেই।
অতিতের কোন চেয়ারম্যান মেম্বারগনও কোন গুরুত্ব দেন নাই।