ভয়াবহ কালবৈশাখী ঝড় বয়ে গেল সিরাজগঞ্জ - MB TV

ভয়াবহ কালবৈশাখী ঝড় বয়ে গেল সিরাজগঞ্জ

ডেস্ক নিউজ
আপডেটঃ এপ্রিল ২১, ২০২১ | ১১:১৭ 45 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ এপ্রিল ২১, ২০২১ | ১১:১৭ 45 ভিউ
Link Copied!

শেখ মাহাবুব, সিরাজগঞ্জ : 

টানা কয়েকদিনের তীব্র  দাবদাহের পর বুধবার (২১ এপ্রিল) রাত ৮টা ২০ মিনিটে ভয়াবহ কালবৈশাখী ঝড় বয়ে গেল সিরাজগঞ্জের ওপর দিয়ে। কালবৈশাখী ঝড়ের সঙ্গে সঙ্গে মূষলধারে বৃষ্টিও দেখা যায়।  এতে মানুষের মাঝে স্বস্তি ফিরে আসলেও ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

সিরাজগঞ্জের তাড়াশ কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ অফিসে তথ্যমতে  রাত ৮টা ২০ মিনিট থেকে শুরু করে ৯টা ১০ মিনিট পর্যন্ত ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির সঙ্গে তাড়াশ উপজেলায় ঝড়ো বাতাস বয়ে গেছে। এছাড়াও কিছু কিছু স্থানে ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে গেছে।

বিজ্ঞাপন

সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার পারভেজ গণমাধ্যমকে  জানান, সিরাজগঞ্জের পর দিয়ে প্রচন্ড কালবৈশাখী ঝড় বয়ে গেছে। তবে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আশা করছি বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালের মধ্যেই ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা হবে।

এদিকে ঝড়ে হাটিকুমরুল-পাবনা মহাসড়কের বোয়ালিয়া এলাকায় অর্ধশত বছরের পুরনো গাছ ভেঙে যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গাছ অপসারণে কাজ করছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ