ঠাকুরগাঁও এর হরিপুর উপজেলায় পুকুরের মাটি খনন করতে গিয়ে মূর্তি উদ্ধার

Link Copied!

মোঃওয়াদুদ হোসেনঃ, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও এর হরিপুর উপজেলায় পুকুরের মাটি খনন করতে গিয়ে কথিত কস্টি পাথরের মূর্তি পাওয়া গেছে।
হরিপুর উপজেলার ২ নং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জামুন কুমারপাড়া গ্রামের পূর্বপাশ্বে আগুন গোয়া পুকুরের মাটি খনন করে৷ পাশ্ববতি ইট ভাটায় মাটি নিয়ে যায়৷ট্রলির মাটিতে দেখতে পায় মূর্তিটি ৷পরে তারা থানা পুলিশ কে খবর দেয়৷
পুকুর মালিক জগেন বলেন,আমি শুনেছি মাটি খননের সময় মুর্তিটি পায়৷তরে সেটি থানা পুলিশের কাছে জমা দেয়া হবে৷
স্থানীয় ইউপি চেয়ারম্যান পাভেল তালুকদার বলেন, মাটি খননের সময় ওই মূর্তি পাওয়া গেলে পুলিশকে আমি জানাই। তারা মূর্তি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় লোকজন জানায় যে,গত বুধবার পুকুরে ইটভাটার মাটি খননের সময় মূর্তিটি আগুন খোয়া পুকুর থেকে হবিবর রহমানের ইটভাটার মাটির সাথে চলে আসে।বৃহস্পতিবারে বিষয়টি জানাজানি হয়৷
হরিপুর থানার অফিসার ইনচার্জ এস এম আওরঙ্গজেবের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,আমরা খবর পেয় কথিত মুর্তি উদ্ধার করেছি, পরিক্ষা করলে বুঝা যাবে এটি কিসের মুর্তি।