সিরাজগঞ্জের সলঙ্গায় পানিতে ডুবে ১ শিশুর মৃত্যু

Link Copied!

শেখ মাহবুব সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় পানিতে ডুবে মোস্তাকিন নামের ১৮ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। ২ এপ্রিল শুক্রবার সকালে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের জালশুকা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশু মোস্তাকিন জালশুকা গ্রামের তোতা মিয়ার ছেলে। পরিবার সূত্রে জানা যায়,সকালে শিশুটি বাড়ির উঠানে খেলা করছিলো।
খেলার এক পর্যায়ে সবার অযান্তে বাড়ির পাশে পুকুরে শিশুটি পরে য়ায়। তার পর শিশুটিকে দেখতে না পেয়ে সবাই খুঁজতে শুরু করে। পরে দেখা যায় বাড়ির পাশেই পুকুরে শিশুটি হাবুডুবু খাচ্ছে। তাৎক্ষনিক শিশুটিকে তুলে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
শিশুটির অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এ-বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জেলানী বলেন,ঘটনাটি শুনেছি শিশুটির এমন মৃতু খুবই হৃদয় বিদারক।