সিরাজগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র দুই মহল্লাবাসীর সংঘর্ষে আহত ৫ - MB TV

সিরাজগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র দুই মহল্লাবাসীর সংঘর্ষে আহত ৫

ডেস্ক নিউজ
আপডেটঃ মার্চ ৩০, ২০২১ | ২:৪৩ 52 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ মার্চ ৩০, ২০২১ | ২:৪৩ 52 ভিউ
Link Copied!

শেখ মাহবুব সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ মার্চ) সকালে শহরের হোসেনপুর বাগানবাড়ি ও হোসেনপুর দক্ষিণ মহল্লাবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

সিরাজগঞ্জ সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাসিবুল ইসলাম জানান, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ফের সংঘর্ষ এড়াতে বর্তমানে ওই দুটি মহল্লায় পুলিশ মোতায়েন রয়েছে।

বিষয়ঃ