শৈলকুপায় কবি গোলাম মোস্তফা ব্লাড ব্যাংক এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপন


সম্রাট হোসেন, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় ভাটই মাধ্যমিক বিদ্যালয় মাঠে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে “স্বেচ্ছায় করবো রক্ত দান, হাসবে রোগী বাঁচবে প্রাণ” যদি হয় রক্ত দাতা, জয় করবো মানবতা” স্লোগানকে সামনে রেখে “কবি গোলাম মোস্তফা ব্লাড ব্যাংক” এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকি পালিত হয়েছে।কবি গোলাম মোস্তফা ব্লাড ব্যাংক এর সভাপতি হাসানুজ্জামান হাসানের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও সমাজ সেবক জাহাঙ্গীর হোসেন জনি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ শাহাবুদ্দীন সাবু সভাপতি ভাটই মাধ্যমিক বিদ্যালয় ও উপ -প্রচার সম্পাদক ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ , আওলাদ হোসেন সভাপতি ১৫ নং ফুলহরি ইউনিয়ন আওয়ামী লীগ, বাদশা বিশ্বাস সভাপতি ভাটই বাজার কমটি, ২নং মির্জাপুর ইউনিয়নে সাবেক চেয়্যারমেন ও জেলা কৃষক লীগের সদস্য ফিরোজ বিশ্বাস ,ঝিনাইদহ প্রেসক্লাবে সহসভাপতি এসএ টিভির জেলা প্রতিনিধি মোঃ ফয়সাল আহাম্মদ, সাংবাদিক বশির, সাংবাদিক সম্রাট, সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগের বিভিন্ন প্রর্যায়ের নেতা কর্মী সহ ব্লাড ব্যাংক এর রক্ত দাতা ও রক্ত গ্রহীতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্জলনা করেন মায়ের দোয়া সবুজের অভিযান এর প্রতিষ্ঠাতা রাজিবুল ইসলাম রাজিব, সার্বিক ব্যবস্থাপনায় কবি গোলাম মোস্তফা ব্লাড ব্যাংক এর প্রতিষ্ঠা পলাশ আহাম্মদ। অতিথি বৃন্দ কবি গোলাম মোস্তফা ব্লাড ব্যাংক এর কাজ কর্ম নিয়ে বাস্তব চিত্র তুলে ধরেন। তারা কবি গোলাম মোস্তফা ব্লাড ব্যাংক এর সকল কাজ অরাজনৈতিক ভাবে করার জন্য, নির্দেশ প্রদান করেন। এবং যদি কোন সাহায্য সহযোগীতা প্রয়োজন হয় তবে তা তারা অবশ্যই করবেন বলে বলেন। তারা কবি গোলাম মোস্তফা ব্লাড ব্যাংক এর সফাল্য কামনা করেন। তাদের জন্য বাজারে একটা স্থানীয় অফিসের ব্যবস্থা করে দেবেন বলে আস্থ করেন।