চট্টগ্রামে দূমর বাংলাদেশ'র ৪র্থ তম বৃক্ষ রোপন কর্মসূচি সম্পন্ন ।। - MB TV

চট্টগ্রামে দূমর বাংলাদেশ’র ৪র্থ তম বৃক্ষ রোপন কর্মসূচি সম্পন্ন ।।

ডেস্ক নিউজ
আপডেটঃ জুলাই ১৩, ২০২৪ | ২:২৩ 77 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ জুলাই ১৩, ২০২৪ | ২:২৩ 77 ভিউ
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ

পৃথিবীর বৈশ্বিক উঞ্চায়ন, জলবায়ু পরিবর্তন, নানা প্রাকৃতিক দূর্যোগ ও পরিবেশের মারাত্মক বিপর্যয় রোধ এবং প্রকৃতির ভারসাম্য রক্ষা ও সচেতনতা বৃদ্ধি লক্ষ্য, “বাঁচলে পরিবেশ – বাঁচবে দেশ, দূর্যোগ হবে নিরুদ্দেশ ” এই স্লোগানে চট্টগ্রামের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “দূর্মর বাংলাদেশ ” এর বর্ষাকালীন কর্মসূচী সপ্তাহব্যাপী সবুজায়ন কার্যক্রম ৪র্থ তম” বৃক্ষ রোপন কর্মসূচী -২৪ ইং” গত ১২ জুলাই ২০২৪ ইং সীতাকুণ্ড জাফরাবাদ ইউনিয়ন আল্লামা জালালুদ্দিন রুমি (রহ:) জামে মসজিদ প্রাঙ্গনে গাছ লাগানোর মধ্যে দিয়ে কর্মসূচীর সমাপ্তি ঘটে।এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এস এম আনিসুল ইসলাম,মসজিদ কমিটির সভাপতি মীর আরমান হোসেন, ইমাম মাও : আবু আইমান, সেক্রেটারি শাহীন মল্লিক, প্রধান শিক্ষক মুহা: মহিউদ্দিন, হা:মাও : আবদুল কাদের, বারেক, ফাহাদ,রায়হান,আরমান, রুহুল আমিন, ইমাম হোসেন, ইসমাইল প্রমুখ। এই সময় অতিথিরা গাছ লাগানোর মত মহৎ সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার জন্য দূর্মর বাংলাদেশ কে ধন্যবাদ জানাই পাশাপাশি সকলকে গাছ লাগানো ও পরিচর্যার জন্য আহ্বান করেন এবং ভবিষ্যত সুজলা সুফলা বাংলাদেশ গড়ার ক্ষেএে যুব সমাজের সক্রিয় অংশগ্রহণ পরিবেশ রক্ষায় তাদের ভূমিকা গুরুত্বারোপ এবং সকলকে এই বর্ষায় একটি করে গাছ রোপন করার অনুরোধ করেন। সভাপতি আনিসুল ইসলাম বলেন, বৃক্ষের ছায়াতলে গড়ে উঠেছে মানবসভ্যতা, বৃক্ষ ছাড়া মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না এবং বৃক্ষ মানুষের জীবন জীবিকার সাথে জড়িত। মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধ ও প্রকৃতির ভারসাম্য রক্ষাসহ নৈসর্গিক শোভাবর্ধনে বৃক্ষ অপরিসীম। যে তীব্র গরমে নাভিশ্বাস অবস্থা, সূর্যের খর তাপে মানুষ পুড়ছে – এর পেছনে ও বৃক্ষ সংকটের ভূমিকা অনস্বীকার্য। বৃক্ষ রোপন একটি জীবন্ত সাদকাহ।
পরিশেষে মসজিদ আঙ্গিনায় বিভিন্ন জাতের শতাধিক বনজ, ফলজ ও ওষুধি গাছের চারা লাগানো হয়।

 

বিজ্ঞাপন

বিষয়ঃ