শামীম ওসমানের গণসমাবেশে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের ১০ হাজার নেতাকর্মী নিয়ে যোগদান

Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
অতীতের রেকর্ড ভেঙে বিশাল গণসমাবেশ করছেন নারায়ণগঞ্জ:৪ আসনের প্রভাবশালী সংসদ সদস্য একে এম শামীম ওসমান। তার সমাবেশস্থলকে জনস্রোতে পরিনত করতে হাজার হাজার নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেছে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগ ও সহযোগী সংগঠন।
আজ শনিবার দুপুরে এ থানাস্থ বিভিন্ন ওয়ার্ড থেকে আলাদা আলাদা মিছিল নিয়ে নারায়ণগঞ্জ শহরের ২ নং রেলগেইট এলাকায় যান নেতাকর্মীরা।
দেখা গেছে, বরাবরের মতো এবারও বিপুল পরিমাণে নেতাকর্মী নিয়ে শামীম ওসমানের সমাবেশে উপস্থিত হয়েছে সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক ও ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি। তার নেতৃত্বে ১২০ টি গাড়ি বহরে প্রায় ১০ হাজার নেতাকর্মী সমাবেশস্থলে অংশ নেন।
এছাড়াও থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান ১৫টি গাড়ি ভরে, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া প্রায় ১২’শ নেতাকর্মী ও ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকনের নেতৃত্বে ১ হাজার লোকসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাজারে হাজার লোক নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে দেখা গেছে।