নৌকার দ্বিগুণ ভোট পেয়ে হ্যাটট্রিক জয় স্বতন্ত্র প্রার্থীর


ময়মনসিংহের ত্রিশাল পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থীকে দ্বিগুণ ভোটে হারিয়ে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী এবিএম আনিছুজ্জামান। স্বতন্ত্র প্রার্থী আনিছ পেয়েছেন ১১ হাজার ৬৫৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নবী নেওয়াজ সরকার পেয়েছেন ৬ হাজার ৬৭৪ ভোট, হাতপাখা প্রতীকে আবুল হাছান ৮০০ ও ধানের শীষ প্রতীকে রুবায়েত হোসেন শামীম ৮৬৫ ভোট পান।
জেলা নির্বাচন অফিসার শফিকুল ইসলাম বলেন, ২৬ হাজার ৮২২ জন ভোটারের ত্রিশাল পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৪টি ভোট কেন্দ্রে একযোগে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। এতে ১৯৯৮০ জন ভোট প্রদান করেন। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ব্যাপক তৎপরতায় অবাধ, সুষ্ঠু ও কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনি আরও বলেন, বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হলো। আগামীকাল সরকারিভাবে ফলাফল ঘোষণা করা হবে।