ইতিহাসে প্রথম কোহলিই খুলেছেন ছোট ফরম্যাটের ক্রিকেটে খুলেছেন তিন হাজার রানের ক্লাব - MB TV

ইতিহাসে প্রথম কোহলিই খুলেছেন ছোট ফরম্যাটের ক্রিকেটে খুলেছেন তিন হাজার রানের ক্লাব

ডেস্ক নিউজ
আপডেটঃ মার্চ ১৫, ২০২১ | ১১:০৮ 117 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ মার্চ ১৫, ২০২১ | ১১:০৮ 117 ভিউ
Link Copied!

ক্রীড়া ডেস্ক : 

 

অভিষিক্ত ইশান কিষাণকে নিয়ে ব্যাটে ঝড় তুললেন। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টুয়েন্টিতে ভারতকে ঘুরে দাঁড়ানোর নেতৃত্ব দিলেন। সঙ্গে উড়িয়ে দিলেন ছুটে আসতে থাকা হরেক সমালোচনার ঝাঁপি। বিরাট কোহলি এমন দিনে ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ছোট ফরম্যাটের ক্রিকেটে খুলেছেন তিন হাজার রানের ক্লাবও।

বিজ্ঞাপন

 

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে শুরুতে ব্যাট করে ৬ উইকেটে ১৬৪ রান জমায় ইংল্যান্ড। জবাব দিতে নেমে ৭ উইকেট ও ১৩ বল অক্ষত রেখে জয়ে নোঙর ফেলে ভারত।

 

বিজ্ঞাপন

ভারতের ৭ উইকেটের জয়ে সিরিজে এখন ১-১এ সমতা। প্রথম ম্যাচে দাপটে জিতেছিল সফরকারীরা। দুদলের তৃতীয় টি-টুয়েন্টিটি মঙ্গলবার।

 

আইপিএলে দল না পাওয়া জেসন রয় ৪ চার ও ২ ছয়ে ৩৫ বলে ৪৬, ডেভিড মালান ২৪, জনি বেয়ারস্টো ২০, অধিনায়ক ইয়ন মরগান ২৮ ও বেন স্টোকসের ২৪ রানে দেড়শ পেরিয়ে যায় ইংলিশরা।

 

ওয়াশিংটন সুন্দর ও শার্দুল ঠাকুর ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট ভুবনেশ্বর কুমার ও যুজবেন্দ্র চাহালের ঝুলিতে।

 

লক্ষ্য তাড়ায় নেমে রানের খাতা খোলার আগেই ফিরে যান লোকেশ রাহুল। এরপর অভিষিক্ত কিষাণকে নিয়ে ম্যাচের গতিপথ পাল্টে দেন কোহলি। দুজনে ৫৪ বলে ৯৪ রানের জুটি গড়েন।

বিষয়ঃ