বৃষ্টি হলেই পানি বন্দি রায়গঞ্জের কয়েকটি পরিবার - MB TV

বৃষ্টি হলেই পানি বন্দি রায়গঞ্জের কয়েকটি পরিবার

ডেস্ক নিউজ
আপডেটঃ এপ্রিল ২৫, ২০২১ | ২:০১ 84 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ এপ্রিল ২৫, ২০২১ | ২:০১ 84 ভিউ
Link Copied!
শেখ মাহবুব সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৮নং পাঙ্গাসী ইউনিয়নের গ্রামপাঙ্গাসী চাঁনপাড়া ও কারিগর পাড়া গ্রামের কয়েকটি পরিবার বৃষ্টির পানিতে জলাবদ্ধ অবস্থায় জীবন যাপন করছেন বেশ কয়েক বছর ধরে।
ভূক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে জানা যায়, বর্ষা মৌসুমে উপজেলার চাঁনপাড়া মৃত রহিম বক্স ডাক্তারের বাড়ী থেকে গ্রামপাঙ্গাসী কারিগর পাড়া মজদারের বাড়ী পর্যন্ত একটু বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা।
এমদাদুলের বাড়ীর সামনে দিয়ে পানি অপসারিত হয়ে আসছে যুগযুগান্তর থেকে। কিন্তু রাস্তার পানি নিস্কাশনের পথ বালির বস্তা ও মাটি ফেলে অপরিকল্পিতভাবে মো. আলমগীর হোসেন ও জামাল হোসেন দুই ভাই মিলে জলাবদ্ধতার সৃষ্টি করেছে বলে জানান এলাকাবাসী।
এ বিষয়ে গ্রামের কতিপয় ব্যক্তিকে জানানো হলে তারা কয়েক দফা চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান গ্রামবাসির কষ্টের কথা স্বীকার করে বলেন, রাস্তার প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়ঃ