গুরুদাসপুরে ধানকাটা শ্রমিকদের মাঝে সুরক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ করলেন ইউএনও - MB TV

গুরুদাসপুরে ধানকাটা শ্রমিকদের মাঝে সুরক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ করলেন ইউএনও

ডেস্ক নিউজ
আপডেটঃ এপ্রিল ২০, ২০২১ | ১১:১৭ 85 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ এপ্রিল ২০, ২০২১ | ১১:১৭ 85 ভিউ
Link Copied!

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি:

 

নাটোরের গুরুদাসপুরে ধানকাটা শ্রমিকদের মাঝে সুরক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার চলনবিল রুহাই এলাকায় তিন শতাধিক শ্রমিকদের মাঝে মাস্ক, সাবান, পানি ও শুকনো খাবার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তমাল হোসেন।
ইউএনও তমাল হোসেন জানান, চলনবিল অঞ্চলে ধান কাটা শুরু হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে শ্রমিকরা ধান কাটতে এসেছেন। সেই শ্রমিকদের মাঝে মাস্ক, সাবান, পানি ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমন রোধে সুরক্ষা সামগ্রী বিতরণসহ প্রত্যেক কৃষককে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেওয়া হয়েছে। অন্য জেলা থেকে আসা শ্রমিকদের বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। কৃষক তার ধান কেটে ঘরে না উঠানো পর্যন্ত তাদের সার্বিকভাবে সহযোগিতা করা হবে। এছাড়াও গুরুদাসপুর থেকে যারা বিভিন্ন এলাকায় ধান কাটতে যাচ্ছে তাদেরকেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হয়েছে।
নাটোরে সুদী কারবারীর ছোবলে বিধস্ত কল্পনা পাহানের পাশে প্রশাসন

বিজ্ঞাপন

বিষয়ঃ