অমিতাভকে ‘লিজেন্ড’ বললেন ক্রিস্টোফার নোলান - MB TV

অমিতাভকে ‘লিজেন্ড’ বললেন ক্রিস্টোফার নোলান

ডেস্ক নিউজ
আপডেটঃ মার্চ ২১, ২০২১ | ১১:৩৯ 126 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ মার্চ ২১, ২০২১ | ১১:৩৯ 126 ভিউ
Link Copied!

তানিয়া ফারুক :

বিশ্ব-সিনেমার ঐতিহ্য সংরক্ষণে বিশেষ অবদানের জন্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম আর্কাইভ পুরস্কার পেয়েছেন অভিনেতা অমিতাভ বচ্চন। শুক্রবার এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার প্রদান করেন হলিউডের দুই কিংবদন্তি পরিচালক মার্টিন স্করসিস এবং ক্রিস্টোফার নোলান।

এর আগে স্করসিস ও নোলান এই পুরস্কার গ্রহণ করেছিলেন। অমিতাভ প্রসঙ্গে স্করসিস বলেন, ‘এই পুরস্কারের জন্য তার চেয়ে যোগ্য আর কেউ হতে পারেন না।’

বিজ্ঞাপন

কয়েকবছর আগে অমিতাভ বচ্চনের সঙ্গে নোলানের দেখা হয়েছিল। ইনি সেই স্মৃতি চারণ করে বলেন, ‘এই লিজেন্ডের সঙ্গে আমার কয়েকবছর আগে দেখা করার সৌভাগ্য হয়েছিল।’

পুরস্কার গ্রহণ করে অমিতাভ বচ্চন বলেন, ‘আমি খুবই সম্মানিত বোধ করছি।’

পুরস্কার গ্রহণের সময় অমিতাভ বচ্চন একটি কালো সানগ্লাস পরে ছিলেন। অভিনেতা জানিয়েছেন, সম্প্রতি চোখে অপারেশন করিয়েছেন তিনি। ফ্যাশন নয়, চোখের সুরক্ষার জন্যই সানগ্লাস পরতে হয়েছে তাকে।

বিজ্ঞাপন

ভারতীয় হিসেবে অমিতাভই প্রথম এই পুরস্কার পেলেন। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম আর্কাইভ এক বিশ্বব্যাপী সংস্থা যারা গোটা পৃথিবীর সিনেমা সংরক্ষণ, রিস্টোরেশন এবং আর্কাইভিংয়ের কাজ করে থাকে।

 

 

বিষয়ঃ