শিল্পা শেঠীর কাছ থেকে সন্মাণনা নিলেন চিত্রনায়িকা সানিয়া নুর - MB TV

শিল্পা শেঠীর কাছ থেকে সন্মাণনা নিলেন চিত্রনায়িকা সানিয়া নুর

ডেস্ক নিউজ
আপডেটঃ জুলাই ৩১, ২০২২ | ৫:০৬ 482 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ জুলাই ৩১, ২০২২ | ৫:০৬ 482 ভিউ
Link Copied!

আহমেদ সাব্বির রোমিওঃ

শিল্পা শেঠীর কাছ থেকে সফল নারী উদ্যোক্তার পুরস্কার নিলেন চিত্রনায়িকা সানিয়া নুর।

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠী এক সফরে শনিবার (৩০ জুলাই) রাতে ঢাকায় এসেছিলেন।

বিজ্ঞাপন

‘মিরর’ ম্যাগাজিন আয়োজিত ‘বায়োজিন কসমেসিউটিক্যালস প্রেসেন্টস ঢাকা ফ্যাশন অ্যান্ড ফেব্রিক এক্সপো ২০২২’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাজির হয়ে সন্মাণনা তুলে দেন তিনি।

হোটেল শেরাটনে রাতের এই অনুষ্ঠানে সফল ব্যবসায়দের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন।

বিজ্ঞাপন

এসময় শিল্পা শেঠীর কাছ থেকে সফল নারী উদ্যোক্তা হিসেবে বিজনেস এ্যাওয়ার্ড ২০২২ গ্রহণ করছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা সানিয়া নুর।

উল্লেখ্য, সানিয়া নূর অভিনীত নতুন নির্মাণাধীন ছায়াছবি ‌স্বপ্নের রাজকন্যা পরিচালনা করছেন চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান। বিজ্ঞপ্তি।

 

বিষয়ঃ