বাংলা নাটক নিয়ে আজীবন কাজ করতে চায় চট্টগ্রামের ছেলে তরুণ নির্মাতা, আতিফ আসলাম বাবলু।। - MB TV

বাংলা নাটক নিয়ে আজীবন কাজ করতে চায় চট্টগ্রামের ছেলে তরুণ নির্মাতা, আতিফ আসলাম বাবলু।।

ডেস্ক নিউজ
আপডেটঃ এপ্রিল ৯, ২০২২ | ৪:৩৪ 433 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ এপ্রিল ৯, ২০২২ | ৪:৩৪ 433 ভিউ
Link Copied!

 

নিজস্ব প্রতিবেদকঃ

তরুণ নির্মাতাদের একজন চট্রগ্রামের ছেলে আতিফ আসলাম বাবলু। সাম্প্রতিক সময়ে কাজ  নিয়ে ব্যাস্থ সময় কাটাচ্ছেন তরুণ নির্মাতা আতিফ আসলাম বাবলু।

বিজ্ঞাপন

সম্প্রতি কি কি কাজ করেছেন জানতে চাইলে আতিফ আসলাম বাবলু এমবি টিভি’র প্রতিবেদককে বলেন,দুইটি একক নাটকের কাজ শেষ করেছি। একটি হলো আইসক্রিম ভালোবাসা এবং অন্যটি হলো মিশন ম্যান। এছাড়াও সম্প্রতি জনপ্রিয় সংগীত শিল্পী মাহতিম সাকিব’র একটি মিউজিক ভিডিওর কাজ করেছি।

দর্শক প্রিয়তা কেমন পাচ্ছেন জানতে চাইলে আতিফ আসলাম বাবলু বলেন, দর্শকরা আমার কাজ অনেক ভালোবাসে এর জন্য দর্শকদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ, কেননা দর্শকদের ভালোবাসা না পেলে আমি আমার স্বপ্ন পূরনে কখনো সফল হতে পারব না ।

বিজ্ঞাপন

বিশেষ করে আমার জীবনের প্রথম নাটক ফুড ডেলিভারি ম্যান যা থেকে দর্শকদের অনেক সাড়া এবং ভালোবাসা পেয়েছি দর্শকরা এখনও তা নিয়ে আলোচনা করে এছাড়াও আমার বেশ কিছু কাজ বিশেষ করে ইমোশনাল কাজগুলো দর্শকরা বেশী বেশী ভালোবেসে গ্রহণ করে যা আমার পরম প্রাপ্তি।

ভবিষ্যত পরিকল্পনা কি জানতে চাইলে তরুণ নির্মাতা আতিফ আসলাম বাবলু বলেন,
কাজ নিয়ে ভবিষ্যত পরিকল্পনা বলতে আমি সারাজীবন এভাবেই কাজ করতে চাই। দর্শকদের জন্য ভাল কিছু কাজ উপহার দিতে চাই। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলা নাটক বেশী বেশী দেখবেন বাংলা নাটকের পাশে থাকবেন, আপনাদের ভালবাসা এবং পরামর্শ পেলে আমি আরো সামনে এগিয়ে যেতে পারব বলে আমার বিশ্বাস। এছাড়া ও বাংলাদেশের সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যকে বুকে ধারণ করে বাংলা নাটক নির্মাণের মাধ্যমে তা বিশ্বের দরবারে তুলে ধরতে চাই। পাশাপাশি দর্শকদের দোয়া ভালোবাসা এবং পরামর্শ পেলে আমি আরো এগিয়ে যেতে পারব ইনশাআল্লাহ।

বিষয়ঃ