মহান স্বাধীনতা দিবসে মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশনের রংপুর বিভাগীয় কমিটির শ্রদ্ধাঞ্জলি
রংপুর প্রতিনিধিঃ
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কমিটির শ্রদ্ধাঞ্জলি। ২৬ মার্চ লাশের ধ্বংশস্তুপ থেকে রক্তরাঙা সূর্যের পূর্বাভাষের দিন। মুক্তির প্রতিজ্ঞায় উদ্দীপ্ত হওয়ার ইতিহাস রচিত হয় সেদিন। বঙ্গবন্ধুর আহবানে সাড়া দিয়ে সুদীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে আমরা পৃথিবীর বুকে এঁকেছি আমাদের মানচিত্র, স্বপ্নের মানচিত্র। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশ মহাকাব্যের মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যাঁর হাত ধরে এসেছে পরম আরাধ্য স্বাধীনতা। শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধের সংগঠক ও সকল বীর মুক্তিযোদ্ধা এবং সর্বস্তরের জনগণকে, যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন। উক্ত শ্রদ্ধাঞ্জলিতে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসকের সিনিয়র সহ সভাপতি এম কে হাসান লাট্টু.সহ সভাপতি তারিকুজ্জামান তারেক, সাধারন সম্পাদক, মোঃ বেলায়েত হোসেন বাবু, সহ সাংগঠনিক সম্পাদক, গোলাম মোস্তফা, ধর্ম বিষয়ক সম্পাদক, আফ্ফান হোসাইন আজমীর, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, আব্দুর রাজ্জাক, সিনিয়র সাংবাদিক রন্জিত দাস ও আবুল হোসেন বাবলু সহ সংগঠনের সদস্যরা।