পরিচালক জুয়েল শরীফের-নাটক‘দুষ্ট প্রেমের মিষ্টি হাওয়া’
মিষ্টি প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘দুষ্ট প্রেমের মিষ্টি হাওয়া’।নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জুয়েল শরীফ। নাটকটি প্রযোজনা করেছেন গাজী মোঃ নাসির উদ্দিন। ঢাকার উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এই সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। নাটকটিতে দর্শকরা মিষ্টি মেয়ে হিসাবে প্রিয়াঙ্কাকে দেখতে পারবেন।
নাটকটি প্রসঙ্গে প্রিয়াঙ্কা জামান এমবিটিভিকেজানান, নাটকটি রোমান্টিক গল্প নিয়ে নির্মিত। আশা করি দর্শকরা উপভোগ করতে পারবে। এই নাটকে মিষ্টি মেয়েটি আমি। নাটকে নাম দেওয়া হয়েছে তাসফিয়া। একটি বিল্ডিং এ উপরে নিচে দুইটা পরিবার বাস করে। মধ্যবিত্ত পরিবারের অতিশয় সুন্দরী মেয়েটির নাম আমি তাসফিয়া, অনার্সে পড়ি। উপর তলার ছেলেটির নাম আনন্দ। আনন্দ একটু সহজ-সরল বোকাসোকা টাইপের ছেলে।
আমি এই বোকা ছেলেটিকেই কিভাবে কিভাবে ভালো লেগে যায় ,কিন্তু আমার এই ভালোবাসা অনুভব করার মত অনুভূতি আনন্দের জাগে না। হঠাৎ আবির্ভাব হয় সোহানের, যে কিনা বখাটে টাইপের । আনন্দের সামনেই বখাটে সোহান আমাকে নানা ধরনের বাজে মন্তব্য করে এবং উত্তক্ত করে।কিন্তু আনন্দের তাতেও কোন কিছু যায় আসে না। সে সারাক্ষন তার পড়া লেখা ও বই নিয়ে ব্যস্ত থাকে।
আনন্দর বুকে সাহস আনার জন্য আমি সকলের সাথে নিয়ে প্ল্যানিং করি । আরেকদিন হঠাৎ আনন্দ দেখে সোহান আমার হাত ধরে টানাটানি করছে।কিন্তু এবার আনন্দ বুকে সাহস নিয়ে সোহানকে মারতে যায়।সোহান মার খেতে থাকা অবস্থায় এক পর্যায়ে আমি আনন্দকে মারতে বাঁধা দেই। এইভাবেই নাটকের আসল রহস্য উন্মোচন হয়।
এরকম একটি মিষ্টি প্রেমের গল্প নিয়ে নাটকটি নির্মিত। খুব শীঘ্রই এটি একটি বেসরকারী টিভি চ্যানেলে প্রচারিত হবে। নাটকটিতে আরও অভিনয়ে করেছেন তানিয়া ফারুক, মোসফিকুর শুভ, আনোয়ার হোসেন,মোহাম্মদ হেলাল,ফারজানা জয়া প্রমুখ।