লক্ষ্মীপুরের চন্দ্রগন্জে মৃত্যুর আগেই কবর তৈরী
মোঃ ইসমত দ্দোহা, লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুরের চন্দ্রগন্জে মৃত্যুর আগেই নিজের কবর তৈরী করে রাখছেন মোঃ ওসমান হারুন (বি এস সি) নামে এক মাদরাসা শিক্ষক। সরেজমিনে গিয়ে দেখা যায় সদর উপজেলার ১১ নং চন্দ্রগন্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের পাটোয়ারী বাড়িতে এই ঘটনা ঘটেছে, চারদিকে পাকা করে দুটি কবর তৈরী করা হচ্ছে। বিষয়টি নিয়ে এলাকায় স্হানীয়দের মাঝে কৌতুহলের সৃষ্টি হয়েছে, কেউ কেউ ধর্মীয় অনুভূতি নিয়েও প্রশ্ন তুলেছেন।
নিজের কবর তৈরী করা প্রসঙ্গে প্রশ্ন করলে জনাব ওসমান হারুন (বি এস সি) বলেন, আমি একান্তই ব্যক্তিগত অর্থ দিয়ে আমার পারিবারিক কবরস্হানে নিজের জন্য ও আমার স্ত্রীর জন্য কবরের জায়গা নির্ধারণ করে যাওয়ার উদ্দেশ্য এ কাজ করেছি। ধর্মীয় দৃষ্টিকোন হতে সঠিক কিনা এমন প্রশ্নের জবাবে মাদরাসা শিক্ষক জনাব ওসমান হারুন নিজেই বলছেন এটা হয়তো ঠিক না, তবে আমি আমার মনের অভিলাষ থেকেই আগাম কবর তৈরী ও স্হান নির্ধারন ও কবরের পরিচর্যা করে যেতে চাই। কে কি মনে করলো এটাতে আমি বিচলিত নই।
স্হানীয় বাসিন্দা সামছুল হক, আবদুল মান্নান, কবির হোসেন ও মমতায় আলী পাটোয়ারী, মিডিয়ার কাছে বলেন আমরা স্যারের এই কাজে বিব্রতবোধ করছি, উনি ও ওনার পরিবার সমাজে সম্মানিত মানুষ এই আগাম কবর তৈরী করে রাখার যে প্রক্রিয়া উনি শুরু করেছেন এটা ধর্মীয়ভাবে কতটুকু জায়েজ আমরা জানিনা।
স্হানীয় পাঁচপাড়া দারুণ আমান নুরানি ও হাফিজিয়া মাদরাসা ‘র প্রধান শিক্ষক মাওলানা মো : খোরশেদ আলম বলেন আগাম কবর তৈরী করে রাখা শরীয়ত সম্মত না, কারণ কার মরন কোথায় কিভাবে হবে আমরা জানিনা। ওনার এই কাজ সমাজে একটা বিভ্রান্তি সৃষ্টি করবে।