এন্ডিং ফেইস ব্যান্ডের নতুন গান পরজীবি আসছে পহেলা ডিসেম্বর - MB TV

এন্ডিং ফেইস ব্যান্ডের নতুন গান পরজীবি আসছে পহেলা ডিসেম্বর

ডেস্ক নিউজ
আপডেটঃ নভেম্বর ১৬, ২০২৩ | ১২:২৬ 254 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ নভেম্বর ১৬, ২০২৩ | ১২:২৬ 254 ভিউ
Link Copied!

 

বিনোদন প্রতিবেদক:

দীর্ঘ বিরতির পর নতুন একটি একক গান নিয়ে ফিরছেন EF – Ending Face ব্যান্ড। আগামী ১ ডিসেম্বর তেজগাঁওয়ের হেভী মেটাল টি-শার্ট এর শো রুমে বিকেল ৫ টায় মিউজিক ভিডিও প্রদর্শনীর মধ্যে দিয়ে মুক্তি পেতে যাচ্ছে ‘পরজীবি’ শিরোনামের গানটি।

বিজ্ঞাপন

একইসাথে EF – Ending Face এর অফিশিয়াল ইউটিউব চ্যানেল, স্পটিফাই, এ্যাপল মিউজিক সহ মেজর অনলাইন প্লাটফর্মগুলোতে শ্রোতা ও দর্শকদের জন্য অবমুক্ত করা হবে গানটি।

হেভী মেটাল জনরার এই গানটি লিখেছেন EF এর ভোকাল অঙ্কুর রহমান। যারা সমাজে পরজীবির মত বেঁচে থেকে সমাজ ও শিল্পকে পিছন থেকে টেনে ধরে আছে, মূলত তাদের উদ্দেশ্যে গানটি করা হয়েছে।

উল্লেখ্য, ২০১১ এর মে মাসে যাত্রা শুরু করে EF ব্যান্ড। ইতোমধ্যে মুখোশ ও EF নামে দুটি পূর্ণাঙ্গ স্টুডিও এ্যালবাম সহ বেশ কিছু একক গান প্রকাশ করেছে ব্যান্ডটি।

বিজ্ঞাপন

 

বিষয়ঃ