মির্জাপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের নবাগত অধ্যক্ষ মো:মোস্তাক আহম্মেদ এর যোগদান। - MB TV

মির্জাপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের নবাগত অধ্যক্ষ মো:মোস্তাক আহম্মেদ এর যোগদান।

ডেস্ক নিউজ
আপডেটঃ মার্চ ৭, ২০২৩ | ৯:৫২ 723 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ মার্চ ৭, ২০২৩ | ৯:৫২ 723 ভিউ
Link Copied!

এম মাহমুদুল হাসান নিপুন।
জেলা প্রতিনিধি নড়াইল।

মির্জাপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের নবাগত অধ্যক্ষ মো:মোস্তাক আহম্মেদ এর যোগদান উপলক্ষে এক সংবর্ধনার আয়োজন করা হয়।
নবাগত অধ্যক্ষ মো:মোস্তাক আহম্মেদকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন, অধ্যক্ষ স্বপন কুমার ( ভারপ্রাপ্ত, মির্জাপুর ইউনাইটেড ডিগ্রী কলেজে)। নড়াইল।
এসময় উপস্থিত ছিলেন,মির্জাপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের সভাপতি এ্যাড.অচিন কুমার চক্রবর্তী।
ইপস্থিত ছিলেন কাজী আঃ সবুর, এস.এম.আনিসুল ইসলাম ( সাবেক চেয়ারম্যান ১২ নং বিছালী ইউনিয়ন ) নড়াইল।মশিয়ার রহমান,ফকির,( সাবেক চেয়ারম্যান ১২ নং বিছালী ইউনিয়ন ) নড়াইল। গাজী ইমারুল ইসলাম ( সাবেক চেয়ারম্যান ১২ নং বিছালী ইউনিয়ন পরিষদ) নড়াইল।
আরো উপস্থিত ছিলেন, স.ম.বায়েজিদ হোসেন,খান আকছির আহমেদ,মুন্সি ওবায়দুর রহমান ববি,খান মানোয়ার হোসেন,সৈয়দ রিয়াজ আলী,শেখ আমিরুল ইসলাম,শেখ আজীম হোসেন,শেখ বিল্লাল হোসেন,মুন্সি ইমরান হোসেন,খন্দকার মঈন উদ্দীন,আবু বক্কার গাজী ও মির্জাপুর গ্রামবাসী।

নবাগত অধ্যক্ষ মোস্তাক আহম্মেদ বলেন, আমি ন্যায় এবং নিষ্ঠার সাথে মির্জাপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের সকল শিক্ষার্থীদের শিক্ষায় শিক্ষিত করার লক্ষে সর্বদা চেষ্টা করবো। এবং মির্জাপুরবাসীর সম্মান বজায় রাখবো। আমি একজন শিক্ষক,কলেজের শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে মির্জাপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের সম্মান বজায় রাখবো। নবাগত অধ্যক্ষ মো:মোস্তাক আহম্মেদ আরো বলেন,শিক্ষক জাতি গড়ার কারিগর,একজন শিক্ষকের কাছ থেকে ছাত্র ছাএীরা শিক্ষা নিয়ে দেশ ও জাতি গড়বে,এমনটাই একজন শিক্ষকের নীতি ও আদর্শ বলেও জানান।

বিজ্ঞাপন

 

বিষয়ঃ