তেতুলিয়া সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
মোঃ শাহানশাহ সোহান
তেতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি:
সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হলো তেতুলিয়া সরকারি কলেজে কলেজের ২৫৬ জন নবীন শিক্ষার্থীকে।
বুধবার (১ ফেব্রুয়ারি) এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস।
নবীন বরণ অনুষ্ঠানকে উপলক্ষে সাজানো হয় গোটা ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে।
সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।
তেতুলিয়া সরকারি কলেজে নবাগত শিক্ষার্থীদের বরণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ জনাব হবিবর রহমান।
এতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তেতুলিয়া সরকারি কলেজের প্রভাষক ও কথাসাহিত্যিক মোঃ হাফিজ উদ্দিন বলেন, তেতুলিয়া সরকারি কলেজ তেতুলিয়া উপজেলার অত্যন্ত ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি।