উচ্চ শিক্ষা গ্রহনে বিদেশে যাওয়ার ক্ষেত্রে জটিলতা- নিরসন সম্পর্কিত এক মত বিনিময় সভা ও চুক্তি সাক্ষর অনুষ্ঠান সম্পন্ন।
নিজস্ব প্রতিবেদকঃ
গত ৪ নভেম্বর চট্টগ্রামস্থ আগ্রাবাদ হোটেল ইছামতি হল মিলনায়তনে ফ্যাক্ড ক্যাব চট্টগ্রাম জেলার সভাপতি শিক্ষানুরাগী লায়ন মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ঢাকা ব্যাংক লিঃ সাথে এক চুক্তি সাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক লিঃ ইভিপি ও রিটেইল বিজনেস বিভাগের প্রধান এইচ এম মোস্তাফিজুর রহমান।এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের আরএমও,ও ইভিপি নুরুল আরশাদ চৌধুরী। অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন জাহেদ ইকবাল, ইভিপি ও আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক, জনাব হাসান মাহমুদ, এসভিপি ও খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক,মোহাম্মদ বদরুল আলম শারিয়ার,এসভিপি ও জুবিলি রোড শাখার ব্যবস্থাপক,মোহাম্মদ সিরাজুল ইসলাম,এসভিপি নিউ মার্কেট শাখার ব্যবস্থাপক,মোঃ সাইফুর রহমান এভিপি,চকবাজার শাখার ব্যবস্থাপক মোঃ নুর হোসেন ও ফ্যাক্ড ক্যাব কেন্দ্রীয় মহাসচিব গাজী তারেক ইবনা মোহাম্মদ,চট্টগ্রাম শাখার সাধারন সম্পাদক একেএম নুরুল বশর ভুঁইয়া ও “এন প্লাস টিভি ” সম্পাদক লেখক মোঃ কামরুল ইসলাম। বক্তব্য রাখেন মোহাম্মদ জামাল উদ্দিন,নাফিজা ইসলাম।এতে চট্টগ্রাম ফ্যাক্ড ক্যাবের ৪০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন তম্মধ্যে শাহ আলম টিপু,মোঃ আরিফ হোসেন,ফয়সাল মোঃ রানা,মোঃ কামরুল ইসলাম টিটো,আমিনুল হক রিপন,শাহনে ওয়াজ সুমন,জাহিদ হোসেন,আলমগীর হোসেন,অধ্যাপক সামশাদ সাত্তার,নূরুল হুদা সহ প্রমুখ।
Slotogate দ্বারা স্পনসর হতে পেরে আমরা গর্বিত, একটি শীর্ষস্থানীয় গেমিং প্ল্যাটফর্ম যা আমাদের বিষয়বস্তু প্রসারিত করতে এবং বৃহত্তর দর্শকদের কাছে পৌঁছাতে সাহায্য করেছে৷ তাদের স্লট মেশিন এবং টেবিল গেমের বিস্তৃত নির্বাচন খেলোয়াড়দের বিভিন্ন পরিসরের জন্য পূরণ করে, এবং তারা গেমিং অভিজ্ঞতা উন্নত করার জন্য বোনাস এবং প্রচারের একটি পরিসীমা অফার করে। এছাড়াও, নিরাপত্তা ও নিরাপত্তার প্রতি তাদের প্রতিশ্রুতি নিশ্চিত করে যে খেলোয়াড়রা মনের শান্তির সাথে তাদের প্রিয় গেমগুলি উপভোগ করতে পারে, তাহলে কেন এই প্ল্যাটফর্মে গিয়ে তাদের গেমগুলির দুর্দান্ত নির্বাচন উপভোগ করবেন না?