পথিকৃৎ মানে, হলো অগ্রগামী, অগ্রদূত,প্রবর্তক,পথ খুলিয়া দেওয়া। জনাব হাবিবুর রহমান ( জেলা প্রশাসক নড়ইল )। - MB TV

পথিকৃৎ মানে, হলো অগ্রগামী, অগ্রদূত,প্রবর্তক,পথ খুলিয়া দেওয়া। জনাব হাবিবুর রহমান ( জেলা প্রশাসক নড়ইল )।

ডেস্ক নিউজ
আপডেটঃ ফেব্রুয়ারি ১০, ২০২৩ | ৭:৫৯ 690 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ ফেব্রুয়ারি ১০, ২০২৩ | ৭:৫৯ 690 ভিউ
Link Copied!

 

এম,মাহমুদুল হাসান ( নিপুন )
জেলা প্রতিনিধি, নড়াইল।

১২নং বিছালী ইউনিয়নের মির্জাপুর গ্রামের,মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে, মির্জাপুর প্রথিকৃৎ সংসদ এর আয়োজনে,৪ দিন ব্যাপি ৪২ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৩. বিকাল ৪ টায়, ৩য় দিনের,আনুষ্ঠানিক শুভ উদ্ভোদন করা হয়।

বিজ্ঞাপন

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে,
প্রধান অতিথিঃ হিসাবে উপস্থিত ছিলেন, জনাব হাবিবুর রহমান ( জেলা প্রশাসক নড়ইল )।
বিশেষ অতিথিঃ হিসেবে উপস্থিত ছিলেন,জনাব,জিসান ( নির্বাহী ম্যাজিস্ট্রেট, নড়াইল )।

প্রধান অতিথির বক্তব্যে জনাব, হাবিবুর রহমান বলেন,পথিকৃৎ মানে হলো, অগ্রগামী, অগ্রদূত,প্রবর্তক,পথ খুলিয়া দেওয়া, মাটি -কাটা মজুর। আমি সত্যি খুব আনন্দিত আমাকে এমন একটি আয়োজনে আমন্ত্রণ করার জন্য। পথিকৃৎ সংসদ দীর্ঘদিন ধরে অগ্রদূত এর ভুমিকা পালন করে আসছে। তারা মাটি-কাটা মজুতের মতো মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে। আমি দেখেছি করণা মহামারীর সময়ে পথিকৃত সংসদ মানুষের পাশে এসে দাড়িয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,জনাব, শেখ আনিসুল ইসলাম ( সাবেক চেয়ারম্যান ১২নং বিছালী ইউনিয়ন পরিষদ ) জনাব আখতার হোসেন কিংকু ( সহকারী অধ্যাপক মির্জাপুর ইউনাইটেড ডিগ্রী কলেজ) নড়াইল।
জনাব,খুন্দকার মাকদুম বিল্লাহ,( আহব্বায়ক,সেচ্ছা সেবক লীগ,১২ নং বিছালী ইউনিয়ন )।
উপস্থিত ছিলেন, আবু বক্কর সিদ্দিক ( প্রধান শিক্ষক, মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়) নড়াইল।
শেখ বিল্লাল হোসেন, ( মির্জাপুর ক্যাবল নেটওয়ার্ক এর কর্ণধর) শেখ আজিম ( সাবেক ইউ পি, সদস্য) ১২ নং বিছালী ইউনিয়ন পরিষদ। আলমাসুজ্জান ( আলমাস ) হাদিউজ্জামান ভুট্টো,শেখ আরশিদ হোসেন খান মানোয়ার হোসেন, হাফিজুর রহমান, খান আল- আমিন, কাজী তাজবিরুল ইসলাম (জমির ), সাংবাদিক সৈয়দ রমজান ।
এছাড়াও উপস্থিত ছিলেন, জনাব, মোঃ রেজাউল করিম ( আইসি মির্জাপর পুলিশ ক্যাম্প)।

বিজ্ঞাপন

সাংস্কৃতিক অনুষ্ঠানে আইন-শৃংখলার দায়িত্ব পালন করেন মির্জাপুর ক্যাম্পের আইসি মহাদয় জনাব মোঃ রেজাউল করিম এর নেতৃত্বে ক্যাম্পে নিয়োজিত সকল পুলিশ প্রশাসন।

 

বিষয়ঃ