বড়াইগ্রাম পৌরসভার উম্মুক্ত বাজেট পেশ
নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট পেশ করা হয়েছে। রোববার সকালে পৌর সভা কক্ষে মেয়র মাজেদুল বারী নয়ন আনুষ্ঠানিকভাবে উম্মুক্ত বাজেট সভায় ৬৬ কোটি ৯৮ লক্ষ ৭৬ হাজার ৪৫৫ টাকার বাজেট পেশ করেন। এতে উদ্বৃত্ত হিসেবে উল্লেখ করা হয়েছে ১৪ লক্ষ ৪৩ হাজার ৬১০ টাকা। বাজেটে আয় দেখানো হয়েছে ৬৭ কোটি ১৩ লক্ষ ২০ হাজার ৬৫ টাকা। এর মধ্যে রাজস্ব থেকে ৪ কোটি ৯৪ লক্ষ ৭৯ হাজার ৫০৮ টাকা ও উন্নয়ন খাত থেকে ৬২ কোটি ১৮ লক্ষ ৪০ হাজার ৫৫৭ টাকা আয় দেখানো হয়েছে। প্রস্তাবিত এই বাজেট গত অর্থ বছরের প্রায় দ্বিগুণ। উম্মুক্ত বাজেট সভায় বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. জালাল উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী নুরুল ইসলাম, প্যানেল মেয়র ফজলুল করিম, কাউন্সিলর আতোয়ার রহমান ও দীল মোহাম্মদ চৌধুরী, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি অহিদুল হক প্রমুখ। বাজেট সভায় পৌর সভার বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সুধী সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।