ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ

সেপ্টেম্বর ১৮, ২০২২ | ৪:২৮ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , এমবি টিভি

  মোঃ মোমিন, ইসলাম সরকার দেবীগঞ্জ প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ করা হয়েছে। আজ ২৮ সেপ্টেম্বর ২০২২ ইং রোজ রবিবার দুপুরে সদর উপজেলার ১ নং রুহিয়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার আগরওয়ালা নিজ উদ্যোগে এই বই বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন রুহিয়া ১ নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু , সাধারণ সম্পাদক দুলাল রব্বানী, ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহাগ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ কবির, এছাড়াও ১ নং ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং ইউপি সদস্যগণ । বই হাতে পেয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্যরা জানান এরকম মহৎ উদ্যোগে আমরা সকলেই আনন্দিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই বইটিকে অনেক কিছুই আছে যা আমাদের সকলের জানা উচিত। এ সময় সন্তোষ কুমার আগরওয়ালা গণমাধ্যাম কর্মীদের বলেন, বঙ্গবন্ধুর আত্মজীবনী বইটি সকলের মাঝে পৌঁছে দেয়ার জন্য আমি এই উদ্যোগ গ্রহণ করেছি। সেই সাথে আজ ৩ টি ইউনিয়ন রুহিয়া,আকচা ও আখানগরে বই বিতরন করা হয়। সদরের সকল ইউনিয়ন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই বই বিতরনের কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়াও তিনি বলেন, এই বইটি পড়ে সকলে বঙ্গবন্ধু আর্দশে আলোকিত হোক।