1. khyrulislam2@gmail.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  2. mbtvnews24@gmail.com : editor :
মসজিদুল হারামের ইমাম শেখ বান্দার বালিলাহর ওপর হামলাচেষ্টা, আটক ১ - MB TV
১৪ই জুন, ২০২১ খ্রিস্টাব্দ

মসজিদুল হারামের ইমাম শেখ বান্দার বালিলাহর ওপর হামলাচেষ্টা, আটক ১

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত রবিবার, ২৩ মে, ২০২১

নিউজ ডেস্ক  :

 

সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামের ইমাম শেখ বান্দার বালিলাহর ওপর হামলা চেষ্টা করে এক ব্যক্তি। তবে হামলার আগেই তাকে আটক করে সেখানে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, আটক ব্যক্তি মসজিদের ইমামের খুব কাছে অবস্থান করে হামলার প্রস্তুতি নিচ্ছল। তখন ইমাম শেখ বান্দার বালিলাহ খুতবা দিচ্ছিলেন। ওই সময় নিরাপত্তাকর্মীরা টের পেয়ে তাকে সঙ্গে সঙ্গেই আটক করে। তবে হামলাকারী ব্যক্তি কে বা কেন এই হামলা তা এখনও জানানো হয়নি।

 

পরে এক টুইট বার্তায় মসজিদ কর্তৃপক্ষ জানায়, হামলার সময় ওই ব্যক্তির সঙ্গে অস্ত্র ছিল। যদিও কী ধরনের অস্ত্র তিনি বহন করছিলেন তা জানায়নি কর্তৃপক্ষ। যদিও ভিডিওফুটেজে দেখা গেছে হামলাকারী ছুরি ও লাঠি বহন করছিল।

 

গ্র্যান্ড মসজিদে এটি প্রথম হামলা চেষ্টা নয়। এর আগে আরও কয়েকবার হামলা চেষ্টা করা হয়েছিল পবিত্র স্থানটিতে।

 

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৬ - ২০২১
Developed By Bongshai IT