সাতক্ষীরায় বিএনপি জামায়াতের অবৈধ হরতালের প্রতিবাদ
মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
বিএনপি জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও অবৈধ হরতালের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে রোববার দুপুরে পাওয়ার হাউজ গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
আর আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন,জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো.শামসুজ্জামান জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি আশরাফুল কবির খোকন।
পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক কামরুজ্জামান, বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা খোকন, বন ও পরিবেশ সম্পাদক আমজাদ হোসেন লাভলু, পৌর আওয়ামীলীগের ৯নং ওয়ার্ড শাখার সভাপতি সমির বসু, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নারায়ণ চন্দ্রমন্ডল, সাধারণ সম্পাদক সৈয়দ রাফিনুর আলী, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মতিয়ার রহমান, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুস সেলিম, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, ধুলিহর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু, ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিলিপ মাস্টার, সাধারণ সম্পাদক মোগরেব আলী, পৌর কৃষকলীগের সভাপতি রাশিদ হাসান চৌধুরী বাবু, পৌর যুবলীগের আহবায়ক ইউসুফ সুলতান মিলন, পৌর আওয়ামীলীগ নেতা মাজেদ খান, আজিজুল ইসলাম, সবুর খান, মিজানুর রহমান, ফজলুর রহমান, আব্দুল হাকিম, রেজাউল কাগজি, শ্রমিকলীগের আহবায়ক আব্দুল্লাহ সরদার, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা শেখ জাহাঙ্গীর হোসেন খোকন সহ নেতৃবৃন্দ।