বড়াইগ্রামে সরকার প্রদত্ত সুবিধাভোগীদের সাথে মেয়রের মত বিনিময়
ডেস্ক নিউজ
Link Copied!
অমর ডি কস্তা
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগী ব্যক্তিদের সাথে মত বিনিময় করেছেন বনপাড়া পৌর মেয়র অধ্যাপক কেএম জাকির হোসেন। রবিবার সকালে পৌর মিলনায়তনে অনুষ্ঠিত মত বিনিময় সভায় তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন এবং একই সাথে তিনি দ্বাদশ জাতীয় নির্বাচনে এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। পৌর হিসাব রক্ষণ কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর শরিফুন্নেছা শিরিন, মোস্তাফিজুর রহমান মাসুদ, দুলাল হোসেন প্রমুখ।