চট্টগ্রামের সীতাকুণ্ডে স্থানীয় ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যক্তি মালিকানা জায়গা দখলের অভিযোগ অসহায় পরিবারের
মোহাম্মদ জসিম উদ্দিন,চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের জঙ্গল সলিমপুর ৫ নং ব্রীজ সংলগ্ন বায়েজিদ ফৌজদারহাট লিংক রোডের উত্তরে সরকারের নাম ভাঙ্গিয়ে ব্যক্তি মালিকানা জায়গা দখলের অভিযোগ উঠেছে স্থানীয় ভূমিদস্যুদের বিরুদ্ধে।
পহেলা নভেম্বর সরেজমিন ঘুরে দেখা যায় আব্দুল মালেকের ব্যক্তিগত মালিকানা জায়গা ৩৬১ নং দাগে কেয়ারটেকারের দায়িত্বে থাকা পরিবারদের আহাজারি। তাদের অভিযোগ আমরাও বাংলাদেশের নাগরিক। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ভোট দিয়েছি। আমরা আব্দুল মালেক নামক ব্যক্তির জায়গায় কেয়ারটেকার হিসেবে বসবাস করে আসছি দীর্ঘ ২০-২৫ বছর ধরে। কিন্তু কোন ধরনের নোটিশ ছাড়াই চট্টগ্রাম জেলা প্রশাসকের নাম ভাঙিয়ে সীতাকুণ্ড থানা এলাকার এসিলেন্ড, উপজেলা প্রশাসন স্থানীয় ভূমিদস্যুদের সহযোগিতায় ঘরবাড়ি ভেঙে দেয়। এ বিষয়ে আব্দুল মালেকের জায়গায় কেয়ারটেকার হিসেবে দায়িত্বে থাকা ভুক্তভোগীরা বলেন,স্থানীয় ভূমিদস্যু গফুর মিয়া ও গাজী ছাদেকের যোগসাজশে বিনা নোটিশে চট্টগ্রাম জেলা প্রশাসকের নাম ভাঙিয়ে সীতাকুণ্ড থানা এলাকার এসিলেন্ড, উপজেলা প্রশাসন আমাদের ঘরবাড়ি ভেঙে দেয়। গফুর মিয়া এবং গাজী ছাদের বিরুদ্ধে তারা আরও অভিযোগ করে বলেন, আমাদের পুনর্বাসন দেয়ার কথা বলে আমাদের কাছ থেকে তিন হাজার তিনশত টাকা করে নেন। পুনর্বাসনতো দূরের কথা উল্টো আমাদের ঘরবাড়ি ভেঙে দেন। আমরা অসহায় দরিদ্র মানুষ কোথায় যাব কোথায় থাকব, আমরা খুলা আকাশের নিচে দিন যাপন করছি, মমতাময়ী মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন আমাদের মাথা গুজার ঠায় করে দিন আর প্রশাসনের কাছে ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আইনের আওতায় এনে কঠোর শাস্তির জোর দাবী জানান পাশাপাশি প্রশাসনের সহযোগিতা কামনা করেন ভুক্তভোগী পরিবার।