দুর্গা পূজায় মুক্তি পাচ্ছে,আহমেদ সাব্বির রোমিও’র পরিচালনায় মিউজিক্যাল ফিল্ম ‘জীবনচক্র’

Link Copied!

বিনোদন প্রতিবেদক:
সাংবাদিক, অভিনেতা আহমেদ সাব্বির রোমিও’র পরিচালনায় নির্মিত মিউজিক্যাল ফিল্ম ‘ জীবনচক্র ‘ মুক্তি পেতে যাচ্ছে এবারের দূর্গপুজায়।
এই মিউজিক্যাল ফিল্মটিতে কন্ঠ দিয়েছেন সাংবাদিক বিপ্লব বিশ্বাস। মিউজিক্যাল ফিল্মটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন,রোমিও, শান্ত, প্রিয়াংকা,নাজনিন,মকবুল হোসেন, মাসুদ।
এডিটিং, কালার গ্রেডিং করেছেন আকতার আলম তিনু,ডিওপি মাসুদ ও সনি। মেক- আপে ছিলেন আবদুর রহিম।
প্রিয়াংকা ভিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই মিউজিক্যাল ফিল্মটি আগামী ২০ অক্টোবর মুক্তি পাবে।
সম্প্রতি, বগুড়া শহরের বিভিন্ন লোকেশনে মিউজিক্যাল ফিল্মটির সুটিং সম্পন্ন শেষ করা হয়েছে।